লালপুরের বিভিন্ন বংশ
বা গোষ্ঠী
লালপুর ইউনিয়নের ৪টি গ্রামের ১৫টি পাড়ায় ৪৫টিরও বেশী গোষ্ঠী
বা বংশ রয়েছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় সাত (৭) শত বছর পূর্বে লালপুর ইউনিয়নের বিভিন্ন
স্থানে ঐতিহৃবাহী এবং উল্লেখযোগ্য গোষ্ঠী বা বংশগুলোর আদি পুরুষগণ বসতি স্থাপন করতে
শুরু করে। আশুগঞ্জ উপজেলা বা ব্রাহ্মণবাড়িয়া জেলাই শুধু নয় বাংলাদেশের মধ্যে লালপুরের
একটি বিশেষ বৈশিষ্ট্য হল মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যকার আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ
সহাবস্থান এবং সুসম্পর্ক। ভারত উপমহাদেশের ইতিহাসে যখন হিন্দু মুসলমানের মধ্যে রায়ট
(ধর্ম ভিত্তিক সম্প্রদায়িক মহা নিধন যজ্ঞ) হয় ১৯৪৭ সালের দিকে তখনও এই ইউনিয়নের বিশিষ্ট্য
কৃতী সন্তান তখনকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান (বেল্লার বাপ চেয়ারম্যান)
এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট্য সমাজ সেবক, শিক্ষানুরাগি বাবু সূর্যকুমার দাসসহ অত্র
এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রাদায়ের মাথাব্বরদের আন্তরিক প্রচেষ্টায় অত্র ইউনিয়নের
কোনো স্থানে প্রাণহানী বা ধর্মীয় অন্ধ সাম্প্রদায়ীক সহিংস ঘটনা ঘটেনি। এই বংশের বিভিন্ন
গোষ্ঠী বা বংশের আদিপুরুষ, বংশের নামকরণ এবং বিভিন্ন বংশের মা্ন্যগণ্য ব্যক্তিত্ব যারা
বর্তমানে বেঁচে নেই কিন্তু বংশের লোকজনসহ অত্র এলাকাবাসী যাদেরকে আজও স্মরণ করে শ্রদ্ধার
সাথে তাদের পরিচিতি এবং যারা বর্তমানে সমাজের ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের
সাথে জড়িত থেকে বলিষ্ট ভূমিকা পালন করছে তাদের সংক্ষিপ্ত পরিচিতিসহ উল্লেখযোগ্য বংশ
বা গোষ্ঠীর ইতিহাস এবং ঐতিহৃ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল যা ভবিষ্যতে আরো যাচাই-বাচায়ের
মাধ্যমে সংশোধন, সংযোজনসহ নবায়নের কাজ চলমান থাকবে।
লালপুর ইউনিয়নের গোষ্ঠী সমূহ
লালপুর ইউনিয়নে ৪৫টিরও বেশি গোষ্ঠী বা বংশ রয়েছে। এর মধ্যে দেশ ও সমাজের জন্য কল্যাণকর অবদান, বংশের ঐতিহৃ, কৃতী সন্তান এবং জনসংখ্যার দিক দিয়ে বিবেচনায় উল্লেখযোগ্য গোষ্ঠী বা বংশগুলো হল- (১) বেল্লার বাপের গোষ্ঠী (আব্দুর রহমান চেয়ারম্যানের বংশ)- এই বংশের অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর মধ্য পাড়ায়। (২) জহির মাহমুদের গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস লামা-বায়েক এবং বায়েক গ্রামে। (৩) নূর মুহাম্মদ পাঞ্চেয়াতের গোষ্ঠী- এই বংশের অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর মধ্য পাড়ায়। (৪) কেরানী গোষ্ঠী- এই গোষ্ঠী বা বংশের অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর মধ্য পাড়া ও কান্দা পাড়ায়। (৫) মোল্লা গোষ্ঠী বা খায়ের চেয়ারম্যানের গোষ্ঠী- এই বংশের অধিকাংশ লোকজনের বসবাস নোয়াগাঁও। (৬) কুদরত উল্লাহর গোষ্ঠী বা মোর্শেদ (মাষ্টার) চেয়ারম্যানের গোষ্ঠী- এই বংশের অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর মধ্য পাড়ায়। (৭) গাজী গোষ্ঠী বা বাদ্যঘর গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর দক্ষিণ পাড়ায় এবং বায়েক গ্রামের মধ্য পাড়ায়। (৮) পরান দাসের গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস চরলালপুর দক্ষিণ পাড়ায়। (৯) হাজী কাছম আলীর গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর উত্তর পাড়ায়। (১০) কামাইরা গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস হোসেনপুর উত্তর পাড়ায়। (১১) শব্দালী মুন্সির গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস লামা বায়েক গ্রামে। (১২) রশার গোষ্ঠী বা রশিদ মেম্বারের গোষ্ঠী- এই গোষ্ঠীর অধিকাংশ লোকজনের বসবাস লামা বায়েক। (১৩) বাদশা গোষ্ঠী- লামা বায়েক। (১৪) গাফরের গোষ্ঠী- লামা বায়েক। (১৫) হাদাইরা গোষ্ঠী- নোওয়াগাঁও। (১৬) হাজী কতুব উদ্দিনের গোষ্ঠী-নোওয়াগাঁও (এটি কামাইরা গোষ্ঠীর একটি ছোবা) (১৭) নমুওজীর গোষ্ঠী- নোওয়াগাঁও। (১৮) চেরাগ আলীর গোষ্ঠী- নোওয়াগাঁও। ১৯। চেরাগ আলীর গোষ্ঠী নোওয়া গাঁও ২০। ইন্দুইরা গোষ্ঠী , নোওয়া গাঁও ২১। খাঁ গোষ্ঠী নোওয়া গাঁও ২২। বইশ গোষ্ঠী –বায়েক
২৩। বাজাইন্যা গোষ্ঠী বায়েক (এটি হোসেনপুর দক্ষিণের গাজী গোষ্ঠী বা বাদ্যঘর গোষ্ঠিরই অংশ ) ২৪। মোল্লা গোষ্ঠী বায়েক ( এই গোষ্ঠীর এক অংশ আড়াই সিধার মোল্লা গোষ্ঠী ২৫। দেবনাথ গোষ্ঠী হোসেনপুর মধ্য ২৬ । সফরের গোষ্ঠী হোসেনপুর দক্ষিণ ২৭। পাল গোষ্ঠী হোসেনপুর দক্ষিণ ২৮। ডিংগুর গোষ্ঠী লামাবায়েক (এই গোষ্ঠীর মূল অংশ শরীফপুর
২৯। কাইয়ুম মেম্বারের গোষ্ঠী লামাবায়েক ৩০। আরচি বাড়িবা গোষ্ঠী লামাবায়েক ৩১। আব্দুল্লাহ হাটি বা গোষ্ঠী লামাবায়েক
৩২। ছেন্নার বাড়ী বা গোষ্ঠী হোসেনপুর উত্তর ৩৩। দাগুর গোষ্ঠী হোসেনপুর উত্তর ৩৪। নূরু মৌলভীর বাড়ি
বা গোষ্ঠী হোসেনপুর উত্তর ৩৫। বলা গাজীর
গোষ্ঠী হোসেনপুর উত্তর ৩৬। সাড়েং গোষ্ঠী হোসেনপুর উত্তর ৩৭।মোল্লা বাড়ি বা গোষ্ঠী হোসেনপুর দক্ষিণ ৩৮। আব্দু জব্বারের গোষ্ঠী লামাবায়েক ৩৯। মোল্লা বাড়ি বা গোষ্ঠী লামাবায়েক ৪০। সুন্নত আলীর গোষ্ঠী লামাবায়েক ৪১। হাজী বাড়ি বা গোষ্ঠী নোওয়া গাঁও ৪২। নঈম উদ্দিনের গোষ্ঠী নোওয়া গাঁও । ৪৩। করম আলী মাষ্টারের গোষ্ঠী লামাবায়েক ৪৪। এ হাব্বর মুন্সির গোষ্ঠী লামাবায়েক ৪৫। সোনা মিয়া ব্যাপারীর গোষ্ঠী লামাবায়েক এর মধ্যে উল্লেখযোগ্য বংশগুলো হল
(১) বেল্লার বাপের গোষ্ঠী (২) জহির মাহমুদের গোষ্ঠী (৩) নূর মুহাম্মদ পাঞ্চায়েতের গোষ্ঠী (৪) কেরানী গোষ্ঠী (৫) মোল্লা গোষ্ঠী
(৬) কুদরত উল্লাহর গোষ্ঠী (৭) গাজী গোষ্ঠী (৮) পরানদাসের গোষ্ঠী (৯) হাজী কাছম আলীর গোষ্ঠী (১০) কামাইরা গোষ্ঠী (১১) শব্দালী মুন্সির গোষ্ঠী (১২) রশার গোষ্ঠী (১৩) বাদশা গোষ্ঠী (১৪) গাফরের গোষ্ঠী (১৫) হাদাইরা গোষ্ঠী (১৬) নঈম উদ্দিনের গোষ্ঠী (১৭) ডিংগুর গোষ্ঠী এছাড়া হিন্দু সমাজের মধ্যেও অনেকগুলি সম্প্রদায় বা গোষ্ঠী রয়েছে যেমন লাল পুরে হিন্দু সমাজের প্রায় ১২ টি সম্প্রদায়ের লোকজন বসবাস করে যথা ১কৈর্বত দাস (চৈাধুরী ) ২। আচার্য (৩) সূত্রধর ৪। নমুসুধ (বিশ্বাস /সংকর ) ৫। শিল ৬। পাল ৭। বর্মন ৮। দেবনাথ ৯। ধোপাসহ আরো কয়েকটি গোত্র বা গোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে লালপুরে । নিন্মে লালপুর ইউনিয়নের উল্লেখযোগ্য বংশগুলোর পরিচিতি বংশের আদিপুরুষ এবং বংশের মৃত এবং জীবিত গন্যমান্য ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল-
বংশের নাম –
বিস্তারিত জানতে ক্লিক করুন
শিরোনামের উপর
সাবর আলী মোল্লীর গোষ্ঠী, লামা-বায়েক
নুমুওজির গোষ্ঠী, নোওয়াগাঁও
বদশার গোষ্ঠী, লামা-বায়েক
ফতেগাজীর গোষ্ঠী, চরলালপুর দক্ষিণ
হাজী কুতুব উদ্দিনের গোষ্ঠী, নোওয়াগাঁও
করম আলী মাষ্টারের গোষ্ঠী, লামা-বায়েক
গাফর ব্যাপারীর গোষ্ঠী, লামা-বায়েক
সুন্নত আলীর গোষ্ঠী, হোসেনপুর উত্তর
সাড়ংগের গোষ্ঠী, হোসেনপুর উত্তর
ছেন্নার গোষ্ঠী, হোসনেপুর উত্তর
[তথ্য আপলোডের কাজ চলমান রয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন]
No comments:
Post a Comment