Pages

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • ইনকাম
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • মাদ্রাসা


    রক্তমাখা ভাষার একুশে ফেব্রুয়ারি

    আমাদের গৌর্বময় অর্জন

    বাঙ্গালীর একুশে এবং চ্যানেল-26 এর স্বাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 


    হযরত মাওলানা কাজী মোঃ মিজানুর রহমান- পীরসাহেব

    প্রতিষ্ঠাতা এবং সুপার

    খোলাপাড়া উমেদ আলী শাহ্ দাখিল মাদ্রাসা

     

    বিবিএস- নিউজঃ হযরত মাওলানা কাজী মোঃ মিজানুর রহমান পীর সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলার আাশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের ঐতিহৃবাহী এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হযরত মাওলানা সাফি উদ্দিন (রাহঃ) এর কাছ থেকে নৈতিক ও প্রাথমিক শিক্ষা গ্রহন করেন এবং হযরত মাওলানা আবদুল লতিফ (রাহঃ) এর কাছ থেকে পবিত্র কোরআন শরীফ শিক্ষা গ্রহন করেন। এরপর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম, তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, দুর্বাটি মদিনাতুল উলুম কামলি মাদ্রাসা থেকে আলিম এবং সোনাকান্দা দরবার শরীফ কামিল মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল (এম.এ) পাস করেন। শিক্ষকতা জীবনের প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন  এবং সেই সময় তিনি লাউর ফতেপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ও ঈদগাহের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি এলমে মারেফাত শিক্ষা গ্রহন করেন কসবা উপজেলার আড়াইবাড়ী সাঈদিয়া দরবার শরীফের প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (রাহঃ) এর সুহব্বতে এবং উনার নিকট থেকেই খেলাফত প্রাপ্ত হয়ে খোলাপাড়া খানকায়ে সাফিইয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ইং সালে তিনি খোলাপাড়া উমেদ আলী শাহ দাখিল মাদ্রাসাটি স্থাপন করে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০১৫ ইং সনে “খোলপাড়া উমেদ আলী শাহ নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকায় শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখছেন।

    সম্প্রতি বাঙ্গালীর একুশে এবং চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন-

    “প্রতিষ্ঠার পর থেকেই আমরা ভাল ফলাফল ভাল করে আসছি। আশা করি মাদ্রাসাটি অত্র এলাকায় শিক্ষার আলো দিন দিন আরো ছড়িয়ে দিতে পারবে। একুশে ফেব্রুয়ারি আমাদের গৌর্বময় অর্জন। রক্ত মাখা এই ভাষা নিয়ে যেন আমরা গোটা বিশ্বে সম্মানের সাথে চলতে পারি দৃঢ়ভাবে আমি এই প্রত্যাশা করি এবং সেই সাথে ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।” 

     

     

    No comments:

    Post a Comment