Pages

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • ইনকাম
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • স্বনির্ভর কম্পিউটার স্কুল

    বর্তমান বিশ্বের বাস্তবতায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং হচ্ছে। কম্পিউটার এবং কম্পিউটার অন-লাইন ন্টারনেট নির্ভর বিশ্ব পরিচালন ব্যবস্থায় যে সমস্ত যোগ্য ও দক্ষ লোকের চাহিদা সৃষ্টি হচ্ছে দিন দিন সেই চাহিদা পুরনের লক্ষ্যে এবং যুগের প্রয়োজন অনুসারে পেশাধারি শিক্ষায় যোগ্য ও দক্ষ জন শক্তি এবং তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলার মধ্যদিয়ে ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার দৃঢ় প্রত্যয়ে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “স্কিল ডেভলাপমেন্ট প্রজেক্ট” (এসডিপি) কাজ করছে সারা দেশ ব্যাপী। আশুগঞ্জ উপজেলায় -এসডিপির দিক নিদের্শনায় “স্বনির্ভর কম্পিউটার স্কুল”টি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। স্কুল ক্যাম্পাসটি আশুগঞ্জ উপজেলার তালশহর নতুন বাজারের পশ্চিমে তিন রাস্তার মোড়, আল-প্লাজা নিউ মার্কেট এর ২য় তলায়। পরিচালকের কন্ট্রাক্ট (যোগাযোগ) নাম্বার টি হল: ০১৭৫২-১১১০৩৫ । এসডিপির মিশন বাস্তবায়নে -স্বনির্ভর কম্পিউটার স্কুলটি কাজ করে যাচ্ছে তিনটি বিভাগ নিয়ে। বিভাগ তিনটি হল: 
    (১) শিক্ষা বিভাগ (২) দেশ ও সমাজ ন্নয়ন বিভাগ এবং (৩) কর্ম সংস্থান বিভাগ। প্রতিষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে মাট পর্যায়ে কাজ করে যাচ্ছে বাঙ্গালীএকুশে।   

    এসডিপি মিশন বাস্তবায়নে
    স্বনির্ভর কম্পিউটার স্কুল

    পরিচালক স্বনির্ভর কম্পিউটার স্কুল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেস্কিল ডেভলাপমেন্ট প্রজেক্ট” (এসডিপি) এর মাধ্যমে সারা দেশে জেলা ভিত্তিক উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রযুক্তি বিদ্যায় পারদর্শী প্রফেশনাল তৈরি করছেন, এই প্রজেক্ট্রের অধীনে সরকার গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা প্রশাসকের যৌথ সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বাচাই করা ২২ জনকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন।
    এসডিপি’র কোর্স চলাকালিন কোর্সের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করতে কম্পিউটার ক্লাশ ল্যাব  (ক্লাশ রুম) পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক
      এই ২২ জনের একজন ছিলাম আমি। প্রশিক্ষণের মূল বিষয় ছিলডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সমাজ ব্যবস্থাকে ডিজিটাল উপযোগি করে গড়ে তুলা এবং তথ্য প্রযুক্তি বিদ্যায় পারদর্শী করে বেকার যুবকদের কর্মক্ষম করা।কোর্সটির মূল শ্লোগান ছিলআমরা চাকুরি করব না, চাকরি দিব
      জেলায় প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু হয় জেলা প্রশাসক . মোশারফ হোসেনের নেতৃত্বে এবং জেলা যুব উন্নয়নের পরিচালক মো: মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্বাবধানে। প্রশিক্ষণ শুরুর প্রাক কালে জেলা প্রশাসক . মোশারফ হোসেন বলেন-

    ,“আমরা পুরান হয়ে গেছি, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগের হাল ধরার জন্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ডিজিটাল বাংলাদেশ কার্যকর করার জন্য।তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন,“এসিডিপি’র প্রশিক্ষকদের কাছ থেকে সর্বোচ্চ প্রশিক্ষণ আপনাদের নিতে হবে। কারণ আপনাদের সামনে রয়েছে একটি যুদ্ধ ক্ষেত্র, সমগ্র বিশ্বের সাথে প্রযুক্তির যুদ্ধ। এই যুদ্ধের আপনারা হবেন সাহসী সৈনিক। এই যুদ্ধে আপনাদের জিত্তেই হবে। মনে রাখবেন এই যুদ্ধে যদি আপনারা হেরে যান তাহলে বাংলাদেশ হেরে যাবে। আপনারা জিতলেই বাংলাদেশ বিশ্বে মাথা উচুঁ করে দাড়াবে।  প্রশিক্ষণ শেষে স্কিল ডেভলাপমেন্ট প্রজেক্ট-(এসডিপি) থেকে আমাদেরকে প্রথম আমাদের নিজ নিজ এলাকাকে ডিজিটাল উপযোগী করে গড়ে তুলার একটি বিশেষ মিশন দেওয়া হয়। সেই মিশনের অংশ হিসেবে আমরা আশুগঞ্জ উপজেলায় স্বনির্ভর কম্পিউটার স্কুলের কার্যক্রম শুরু কির। স্বনির্ভর কম্পিউটার স্কুল বাঙ্গালীর একুশের সহায়তায় ইতিমধ্যেই আশুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ধর্মী প্রতিষ্ঠান সহ রাজনৈতিক, সামাজিক জন-প্রতিনিধিদের বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে এবং আমরা প্রথম বারের মত তালশহর নতুন বাজারের ব্যবসায়িকদের পূর্ণাঙ্গ তথ্য কমিউনিকেশন লিংক পরিচিতি অন-লাইনে আপলোড দিয়েছি। পাশাপাশি বাঙ্গলীর একুশে পত্রিকার মাধ্যমে তার অংশ বিশেষ প্রকাশ করেছি। আমরা আশা করছি এর মাধ্যমে তথ্য যোগাযোগ ব্যবস্থায় একধাপ এগিয়ে যাবে তালশহর নতুন বাজার। সেপ্টেম্বর-২০১৬ তারিখে বাঙ্গালীর একুশেতে এই লেখার অংশ বিশেষ প্রকাশিত হয়েছিল।


    No comments:

    Post a Comment