Pages

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • ইনকাম
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • স্থানীয় সংবাদ



    বাঙ্গালীর একুশে এবং চ্যানেল-26 এর স্বাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান

    ইউনিয়নবাসীর অনেক দিনের স্বপ্ন

    কমপ্লেক্স ভবন আমি বাস্তবায়ন করেছি


    বিবিএস-নিউজঃ 

    বীর মুক্তিযোদ্ধা  ইদ্রিস হাসান

    সম্মানিত চেয়ারম্যান: তারুয়া ইউনিয়ন পরিষদ

    আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

    ১৯৪৯ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে ঐতিহৃবাহী এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।শিক্ষাজীবনে তিনি তারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়া, তালশহর এ,এ,আই উচ্চ বিদ্যালয় এবং ভৈরব কে.বি উচ্চ বিদ্যালয় এবং ভৈরব হাজী আছমত কলেজে বি,এ পর্যন্ত লেখাপড়া করেছেন। সেই সময় তিনি ভৈরব হাজী আছমত কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৯ মাস টানা যুদ্ধ করে দেশ স্বাধীনে সফলতার সাথে ভূমিকা রাখেন। সম্প্রতি বাঙ্গালীর একুশে এবং চ্যানেল-26 এর সাথে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন- “তারুয়া ইউনিয়নবাসীর অনেক দিনের যেই স্বপ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তা আমি জায়গা অধিগ্রহন করে সফলভাবে নির্মাণ করেছি এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার কাজ সম্পন্ন করেছি এবং করে যাচ্ছি। আগামীতে যদি নির্বাচিত হতে পারি তাহলে বাকি অসমাপ্ত কাজগুলোও সম্পন্ন করবো- ইনশাল্লাহ”

    No comments:

    Post a Comment