বংশের
নামঃ
নূরমুহাম্মদ পাঞ্চেয়াতের গোষ্ঠী
লালপুর ইউনিয়নের হোসেনপুর
উত্তর এর ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ রহিছ মিয়াসহ অত্র এলাকার জনগণের একাংশ।
এই এলাকায়ই পাঞ্চেয়াত বংশের অধিকাংশ লোকজনের বসবাস।
|
তথ্য প্রদানকারি : আক্কেল আলী
পিতা: মৃত মুর্তুজ আলী
বংশ পরিচিতি: নূর মুহাম্মদ পাঞ্চেয়াত বংশের অধিকাংশ লোকজনের বসবাস হল হোসেনপুর উত্তরে যা লালপুর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড ভু্ক্ত
এলাকা। ধারনা করা হয় আজ থেকে প্রায় পাঁচশত বছর পূর্বে এই বংশের আদি পুরুষ মাদারি পাঞ্চেয়াত অত্র এলাকায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। বংশের আদি পুরুষঃ পাঞ্চেয়াত গোষ্ঠীর
যদ্দুর তথ্য পাওয়া যায় সেই অনুসারে মাদারি পাঞ্চেয়াতই হল এই বংশের আদি পুরুষ। মাদারি
পাঞ্চেয়াত বর্তমান প্রজন্ম থেকে ৯ ফিরি আগের প্রাচীন পুরুষ। । মাদারি পাঞ্চেয়াতের ছেলেদের মধ্যে অন্যতম ছিলেন মেরালী পঞ্চেয়াত এবং মেরালী পাঞ্চেয়াতের ছেলেদের মধ্যে অন্যতম ছিলেন নূরমুহাম্মদ পাঞ্চেয়াত ও নূরানী পঞ্চেয়াত । নূরমুহাম্মদ পাঞ্চেয়াতের মধ্যে অন্যতম ছিলেন আশরাফ আলী পঞ্চেয়াত এবং আশরাফ আলীর পাঞ্চেয়াতের ছেলেদের মধ্যে অন্যতম ছিলেন নুরু মিয়া । এই বংশটি লালপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ও সবচেয়ে পুরাতন বংশগুলোর মধ্যে একটি ।এই বংশের বর্তমান লোক সংখ্যা প্রায় ১৫০০ জন । নূর মুহাম্মদ পাঞ্চেয়াত গোষ্ঠীর গণমান্য ব্যক্তিগন যারা বর্তমানে বেঁচে নেই তারা হলেন (১) মাদারি পঞ্চেয়াত বংশের প্রবীণদের জানা তথ্য মতে মাদারি পঞ্চেয়াতই হল লাল পুর ইউনিয়নের এই বংশের আদি পুরুষ । এবং মাদারি পাঞ্চায়েতের
বংশধরদের মাধ্যমেই বর্তমান নূর মুহাম্মদ পাঞ্চেয়াতের বিকাশ লাভ করে। (২) কিতাব আলী ফকির : কিতাব আলী ফকির এই বংশের একজন মান্যগন্য এবং ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন। উনার অনেক ভক্তবৃন্দ রয়েছেন । (৩) নূর মহাম্মদ পাঞ্চেয়াত : নূর মুহাম্মদ পাঞ্চেয়াতের নামানুসারে বর্তমানে এই বংশটির নামকরণ হয়েছে । তিনি অত্র এলাকার উন্নয়নে উনার বলিষ্ঠ ভূমিকা রয়েছে । মাদারি পাঞ্চেয়াতের বংশধর সহ উক্ত এলাকার লোকজন আজও তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে । ন্যায় বিচারের জন্য সুখ্যাতি অর্জন করেছিলেন । (৪) আব্দুর রহমান :
তিনিও এই বংশের মান্যগন্য ব্যক্তি ছিলেন তিনি সরাসরি চাকরি করতেন এবং ধার্মিক ও সমাজসেবক ছিলেন। লালপুর বাজারে উনার নামে রহমান মেডিকেল সেন্টার নামে একটি এ্যালোপ্যাথিক ফার্মেসী রয়েছে যার প্রোপ্রাইটর শাহানুর আলম নামে উনার এক ছেলে । এ ছাড়াও এই বংশের অন্যান্য মান্যগন্য ব্যাক্তিদের মধ্যে রয়েছেন সেকান্দর আলী নমোর ব্যাপারী , তারা মিয়া ব্যাপারি ও মুর্তুজ আলীসহ আরো নাম না জানা অনেকেই নূর মুহাম্মদ পাঞ্চেয়াত গোষ্ঠীর মান্যগন্য ব্যক্তিগণ যারা বর্তমানে বিভিন্ন সমাজ সেবা মূলক এবং সমাজের বিভিন্ন সমাজ সেবা মূলক এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন : (১) মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান: বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীরমুক্তিযোদ্ধা হিসেবে তিনি উক্ত বংশ ,এলাকা তথা গোষ্ঠী দেশের একজন মান্যগন্য ব্যক্তি । (২) সুবেদার মেজর : আসল নামের চায়তে সুবেদার নামেই তিনি বাংলাদেশ সেনা বাহিনীর অবসর প্রাপ্ত একজন সুবেদার এবং বর্তমানে বংশের মান্যগন্য ব্যক্তিদের মধ্যে একজন । (৩) জহির মিয়া লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জহির মিয়া । তিনি একজন ব্যবসায়িক ও সমাজসেবক ।এ ছাড়াও নূর মুহাম্মদ পঞ্চেয়াত গোষ্ঠীর বর্তমান প্রজন্মের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন: আক্কেল আলী ,শাহানুর আলম ,বাবুল মিয়া .ফিরোজ মিয়া ,মন মিয়া ,বশির মিয়া ,জয়নাল মিয়া সহ আরো অনেক।
No comments:
Post a Comment