বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল আশুগঞ্জ। বন্দর নগরী আশুগঞ্জের উন্নয়নের গুরু দায়িত্ব আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের। আশুগঞ্জ এখন শুধু সার, ট্রানজিট পয়েন্ট, ধানের গালা বা ধান চাউলের আরদ, নৌ-সড়ক ও রেল পথে পরিবহনের গুরুত্বপূর্ণ স্থানই নয় এটি এখন একটি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের শহরে পরিণত হয়েছে। কিন্তু এখনও এই উপজেলা শুধু নয় এই ইউনিয়নের অনেক বিদ্যালয় আছে যেখানে বিদ্যুৎ পৌঁছে নাই। দেশের অন্যান্য জেলার লোকজন আশুগঞ্জে এসে তাদের জীবীকার যে সন্ধান করছে শুধু তাই নয় বহিঃবিশ্বের অনেকগুলো কম্পানী এবং ফরেনাররা আশুগঞ্জে অনেক গুলো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের কর্মের সংস্থান করে যাচ্ছে। কিন্তু এই সমস্ত প্রকল্পগুলোতে আশুগঞ্জের কোনো লোকের ভাল কোনো কর্মের সংস্থান হচ্ছে না। সার্বিক অবস্থাটা এমন যে আশুগঞ্জ হল একটি মধ্যযুগিয় কলনি। এখানের লোকজনের সামনে দিয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে অথচ এখানকার লোকদের লেবারী এবং দালালী করা ছাড়া অন্য আর কোন সুযোগ খুলা নেই। এরপর যে জায়গাটি দেশে এবং বিদেশে এত গুরুত্বপূর্ণ সেই আশুগঞ্জের বিদ্যুৎ বিভ্রাট, রাস্তাঘাট গুলোর এত বেহাল অবস্থা যে যারা ভোক্তভোগী তারাই কেবল বলতে পারবে। যে কোনো উন্নয়ন বাস্তবায়নের জন্য সমাজের কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করতে হয়। এর জন্য মান্যগণ্য একজন নেতার সঠিক নেতৃত্ব দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য হল আমাদের আশুগঞ্জে এত বেশী নেতা যে নেতাদের ভীরে এখানকার সাধার অবহেলীত জনগণকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না। তবে আমরা আশা করব নব নির্বাচিত আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ এই বিষয়গুলোর উপর নজর দেবেন।
আশুগঞ্জ ইউনিয়ন সম্পর্কিত সকল তথ্য, সমস্যা এবং সমাধানের উপায় সমূহ এই সাইটে তোলে ধরব। সেই অনুসারে কাজ চলমান রয়েছে। যারা দেশ ও সমাজ উন্নয়ন চান সকলেরই সহযোগিতা আমাদের দরকার। সময়ের সংক্ষিপ্ততার কারণে আজ আর নয়।
আশুগঞ্জ ইউনিয়ন সম্পর্কিত সকল তথ্য, সমস্যা এবং সমাধানের উপায় সমূহ এই সাইটে তোলে ধরব। সেই অনুসারে কাজ চলমান রয়েছে। যারা দেশ ও সমাজ উন্নয়ন চান সকলেরই সহযোগিতা আমাদের দরকার। সময়ের সংক্ষিপ্ততার কারণে আজ আর নয়।
No comments:
Post a Comment