বংশের নাম : বেল্লার বাপের গোষ্ঠী
তথ্য প্রদানকারির নাম: ইমামুল হক
প্রতিষ্ঠাতা – মৌলভী নূরুল হক আইডিয়াল স্কুল ,পিতা –মৌলভী নূরুল হক ।
বংশের আদিপুরুষ : ফজু ব্যাপারী ।
নামকারণ: বেল্লার বাপের গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও এটি মূলত ফজু ব্যাপারীর বংশে । আবার এই বংশটিকে মৌলভী বাড়ি বা স্বাধীনভাবে বান্দইরা গোষ্ঠী ও বলা হয়ে থাকে । ধারনা করা হয় আজ থেকে প্রায় ৪-৫ শত বছর পূর্বে এই বংশের আদি পুরুষগণ অত্র এলাকার বসতি স্থাপন করেন ।এই বংশের সচেতন মহল বংশ সম্পর্কে যতটুকু স্মৃতি ধারন করেন সেই তথ্য মতে ,এই বংশের আদি পুরুষ ফজু ব্যাপারী তিনি নবীনগর থেকে এসে অত্র এলাকায় বসতি স্থাপন করেন এবং ধীরে ধীরে অত্র এলাকায় সু পরিচিত সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ।
২য় প্রজন্ম: ফজু ব্যাপারীর ছিল ৫ ছেলে । এই ৫ ছেলেদের মধ্যে অন্যতম হল (১) হাসেম ব্যাপারী (২) আহাম্মদ আলী মাওলানা এবং (৩) আব্দ রহমান (বেল্লার বাপ) বংশের প্রধীনদের স্মৃতি সংরক্ষিত তথ্যমধ্যে এই বংশের সাত ফিরি (প্রজন্ম ) পার হয়ে বর্তমানে অষ্টম প্রজন্মের বসবাস চলছে লালপুরে । এই বংশের বর্তমান লোক সংখ্যা প্রায় দুই হাজার (২০০০) বেল্লার বাপের গোষ্ঠীর উল্লেখ যোগ্য ব্যাক্তিগণ। শিক্ষ ,সাহিত্য সংস্কৃতি যোগাযোগসহ সমাজ ও দেশ উন্নয়নে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তারা বর্তমানে বেঁচে নেই কিন্তু বংশের লোকজনসহ এলাকাবাসি আজও তাদের স্মরণ করে শ্রদ্বার সাথে তারা হলেন (১) ফজু ব্যাপারী ( বংশের আদি পুরুষ ) (২) হাসেম ব্যাপার ( বিশিষ্ট সমাজ সেবক ও মাথাব্বর ) (৩) আহাম্মদ আলী মাওলানা (বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত ) (৪) আব্দুর রহমান চেয়ারম্যান বেল্লার বাপ) তিনি দীর্ঘদিন যাবৎ অখন্ড শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন, জনদরদী.অসাম্প্রদায়ীও সমাজসেবক হিসেবে উনি বিশেষ খ্যাতি করেছেন । শরীফপুর তথা লালপর ইউনিয়নের বিশেষ উন্নয়নমূলক কাজ উনার সময় সম্পাদিত হয়েছে । বেল্লার বাপ নামটি লালপুর বাসীর কাছে বিশেষ সু পরিচিত ।
(৫) আব্দুল আজিজ – বিশিষ্ট সর্দার ও সমাজ সেবক (৬) বীর মুক্তিযোদ্ধা আবু তাহের । তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এক জন বীর মুক্তিযোদ্ধা উচ্চ শিক্ষিত এবং লালপুর এসকে দাস চৌধুরী –উচ্চ বিদ্যালয় একজন সম্মানিত শিক্ষক ছিলেন। (৭) মৌলভী আব্দুল হক তিনি ধার্মিক এবং ইসলাম ধর্মের বিশেষ শিক্ষায় শিক্ষিত ছিলেন ।(৮) মাওলানা মাহমদ আলী তিনি বিশিষ্ট সর্দার ও সমাজসেবক হিসেবে সু পরিচিত ছিলেন ।
(৯)মৌলভী নূরুল হক তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ,ধার্মিক এবং বৃটিশ আমলের একজন রেলওয়ে কর্মকর্তা ছিলেন । উনার নামে লালপুরের হোসেন পুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার নাম নূরুল হক আইডিয়াল স্কুল (১০) সাফাই তিনি একজন সমাজ সেবক ও সরদার ছিলেন । বেল্লার বাপের গোষ্ঠীর বর্তমান প্রজন্মের উল্লেখ্যেযোগ্য ব্যক্তিগণ যারা শিক্ষা ,সাহিত্য ,সমাজ ও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছে ।
(১) ইমামুল হক তিনি একজন উচ্চ শিক্ষিত ,সমাজসেবক, সাহিত্যিক শিক্ষানুরাগী । লালপুরের হোসেনপুর মধ্য পাড়ায় প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সফলভাবে পরিচালনা করে আসছেন । (২) আব্দুল আহাদ তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার । (৩) হাজী ছিদ্দিকুর রহমান তিনি ও একজন বিশিষ্ট সমাজসেবক ও লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার (৪) মো: হানিফ মিয়া তিনি লালপুর ইউনিয়ন পরিষদের তিনি লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও সমাজসেবক হিসেবে পরিচিত (৫) মো: আব্দু ছালাম তিনি একজন সমাজসেবক ,বিশিষ্ট ব্যাবসায়িক ও লালপুর বাজার উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ।
বেল্লার বাপের বংশের তথ্য প্রদানকারী মোঃ ইমামুল হক এর ছোট সময়ের একটি দৃশ্য,
যাতে তিনি তার বাবা মৌলভী নূরুল হক এবং মায়ের
সাথে বসে আছেন।–সৌজন্যে বাঙ্গালীর একুশে এবং স্বনির্ভর কম্পিউটার স্কুল
|
No comments:
Post a Comment