Pages

  • কন্ট্রোল প্যানেল
  • সম্পাদক
  • প্রকল্প
  • শিক্ষা
  • ব্যক্তিত্ব
  • ইনকাম
  • ফটো গ্যালারি
  • মতবাদ
  • মোবাইল
  • আইসিটি শিক্ষা

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি- শিক্ষা



    আমরা একটি মান্দাতা আমলের শিক্ষা পদ্ধতির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি যুগ যুগ ধরে। আমাদের দেশের সাধারণ লাইনের যে শিক্ষা সেই শিক্ষা আমাদেরকে সরাসরি কর্মের সুযোগ সৃষ্টি করে দিতে পারছে না এবং পারবেও না। বিশ্বের যে প্রযুক্তি এবং এই প্রযুক্তির যে চাহিদা  এবং দক্ষতা আমাদের সাধারণ শিক্ষা সেইভাবে ছাত্র-ছাত্রীদেরকে গড়ে তুলতে পারছে না। কারণ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে তারা ইংরেজি, অংক, বাংলা, ইতিহাস, সাধারণ বিজ্ঞান সহ এই রকম কোনো বিষয়ের উপর অনার্স, মাষ্টার্স কিংবা পিএইচডি করা কোনো লোককে এখন আর চাচ্ছে না। তারা চাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর অভিজ্ঞ টেলেন্ট। বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে যাদের একজন দক্ষ ডিজাইনার  এবং ওয়েব ডেভলাপার দরকার। কিন্তু বর্তমান সারা বিশ্বে এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া অনেক কঠিন হবে যাদের নতুন করে সাধারণ লাইনের অনার্স, মাষ্টার্স কিংবা  পিএইচডিধারী একজন লোকের দরকার। সাধারণ লাইনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখন বলা যায় -“অচল একদল লোক অচল কিছু বিষয় নিয়ে নিজেদের মূল্যবান সময় এবং পারিবারিক ও জাতীয় সম্পদের অপচয় করছে।”  
    তথ্য প্রযুক্তি শিক্ষ ও  প্রযুক্তি বিশ্বের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেয় তাহলে দেখবো....

    No comments:

    Post a Comment