লালপুর ইউনিয়নের গ্রামসূহ
লালপুর ইউনিয়নে প্রধান গ্রাম রয়েছে মোট ৪টি। এই
গ্রামগুলো হল (১) চরলালপুর (২) হোসেনপুর (৩) লামা বায়েক এবং (৪) বায়েক। এই ৪টি গ্রামের
ভিতরে রয়েছে একাধিক ছোট ছোট গ্রাম বা বাড়ি বা পাড়া। যেমন- চরলালপুর গ্রামটিতে উল্লেখযোগ্য
মোট ৭টি পাড়া বা বাড়ি রয়েছে। এই ছোট গ্রাম বা পাড়াগুলো হল (১) নোয়াগাঁও (২) উত্তর কান্দাপাড়া
(৩) দক্ষিণ কান্দাপাড়া (৪) চরলালপুর দক্ষিণ পাড়া (৫) চরলালপুর পশ্চিম পাড়া (৬) শান্তিনগর
এবং (৭) লামা পাড়া।
[তথ্য আপলোডের কাজ চলমান রয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা
করুন]
নারিকেল গাছের ছায়া ঘেরা বাড়ি, কান্দাপাড়া, লালপুর- সৌজন্যে বাঙ্গালীর একুশে
|
ফসলের মাঠের বিস্তৃর্ণ প্রান্তর, হোসেনপুর, লালপুর- সৌজন্যে বাঙ্গালীর একুশে।
|
গ্রামের ফসল কাটা মাঠের দৃশ্য, হোসেনপুর মধ্যপাড়া, লালপুর- সৌজন্যে বাঙ্গালীর
একুশে
|
No comments:
Post a Comment